ঢাকা-কলকাতা নৌপথে ৭০ বছর পর আবার শুরু হয়েছে যাত্রীবাহী জাহাজ চলাচল ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ২৯ মার্চ বিকেলে নারায়ণগঞ্জের পাগলায় বিআইডব্লিউটিসির মেরি এন্ডারসন ভিআইপি জেটিতে আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনের পর রাত ৮টায় এমভি মধুমতী ৮০ জন যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যায়।

বাংলাদেশের এমভি মধুমতি ছাড়াও কলকাতার আরভি বেঙ্গল গঙ্গা বরিশাল, বাগেরহাটের মংলা, সুন্দরবন, খুলনার আন্টিহারা, ভারতের হলদিয়া রুট হয়ে কলকাতা-নারায়ণগঞ্জে যাওয়া-আসা করবে।
ঢাকা-কলকাতা নৌপথের এ ভ্রমণে ভাড়া নির্ধারণ করা হয়েছে ফ্যামিলি স্যুট (দুজন) ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণি কেবিন জনপ্রতি ৫ হাজার, ডিলাক্স শ্রেণি কেবিন (দুজন) ১০ হাজার টাকা, ইকোনমি চেয়ার (যাত্রীপ্রতি) ২ হাজার টাকা এবং সুলভ শ্রেণি/ডেক (যাত্রীপ্রতি) ১৫০০ টাকা।
টিকেটের জন্য যোগাযোগ-রকেট রিজার্ভেশন, বিআইডব্লিউটিসি ঢাকা। ফোন +৮৮০১৭৫৩৯৯০৮২০, +৮৮০২-৯৬৬৭৯৭৩।