পাহাড়ের চূড়া থেকে দেখা চেঙ্গি নদী। ছবি: হোমায়েদ ইসহাক মুন
ছোট্ট গ্রামটির নাম খবংপড়িয়া। খাগড়াছড়ি জেলা শহর থেকে মাত্র কিলোখানেক দূরে। গ্রামটা বেশ ছিমছাম আর নিরিবিলি। প্রধান রাস্তা থেকে গ্রামের সংযোগস্থল হয়ে সরু একটা পথ চলে গেছে। দুপাশ জুড়ে ছায়াবিথীর পথ ধরে মিনিট খানেক হেটে গেলে সুন্দর একটা নদী নজরে আসবে। নদী- নাম কি তোমার! তুমি যে বড় সুন্দর! নাম আমার চেঙ্গি। ছবি: হোমায়েদ ইসহাক মুন
পাহাড় থেকে নামার পথে বটবৃক্ষের ছায়াতলে। ছবি: হোমায়েদ ইসহাক মুন
তারেং থেকে পাখির চোখে খাগড়াছড়িকে দেখা যায়। ছবি: হোমায়েদ ইসহাক মুন
বনের নির্জনতা শোনার মত ভালো কাজ আর নেই। ছবি: হোমায়েদ ইসহাক মুন
আর্জধাম বৌদ্ধ বিহার এর খিয়াং ঘর। ছবি: হোমায়েদ ইসহাক মুন